একঘেয়ে নিজের শহর
- Asif Salman (আসিফ সালমান)
- Jul 25, 2017
- 1 min read
ছবি আঁকা এখনও আইনতদন্ডনীয় অপরাধ নয়
যদি হত, তাহলে প্রকাশ্যে ধূমপান আইনের থেকেও দ্রুত তা বাস্তবায়িত হয়ে যেত।
অন্তর্জালে খুচাখুচি
জীবনের সস্তা আবেগ আর বিনোদনের প্যানপ্যানানি
কি সব অরনামেন্টসের সাথে বেয়াড়া পাউডার ধুলা
রাস্তাধাট , কবর , মসজিদ , বৃষ্টি আর কাদাপানি
একঘেয়ে নিজের শহর
জাদুর শহর
প্রতিফোটা চোখের পানি একটা ঝর্না , একটা সমুদ্র
প্রতিটা চিৎকার একটা শশানের মাঠ
দৈনিক পত্রিকার সার্কুলেশন বাড়ে তোমার মৃত্যুর বিবরণ দিয়ে
আর সমুদ্রের পানি ডাঙ্গায় ওঠে কবিতার শব্দে ফিরে আসবে বলে
Future এ মানুষ নাকি jobless থাকবে
মেশিন নাকি সব কাজের ভার নেবে
তাহলে কবিতা লেখার ভার নেবে কে?

ছবিঃ লেখক
Save







































Comments