অদ্ভুত একটা দিন
- Asif Salman (আসিফ সালমান)
- Feb 20, 2018
- 1 min read
যেন গত এক দিনে পৃথিবীতে কিছুই ঘটেনি
দৈনিক পত্রিকার পাতা জুড়ে বিকট বিজ্ঞাপনের গন্ধ
রাস্তার ফাটলে জমে থাকা পানিতে মাছ চাষ কিংবা
দু চারটা গড়পড়তা খুন এসব বাদ দিলে
নেই কোন অদ্ভুত হিন্স্রতার গল্প
নেই কোন ধর্মোদ্ধারে জীবন্ত বোমা
কি অদ্ভুত একটা দিন তাইনা?
মৃত্যু আছে, জীবন আছে, জিবিকা আছে
মানুষ খোজার তাগিদ আছে
আছে গন্ধরাজের সুবাসে ভরা পার্লামেন্ট ভবন
তবু কোন খবর নেই
বাতাসে তার সাড়া নেই
নেই মেঘ কিংবা জলোচ্ছাসের আগমনি বার্তা
যেন একটা দিন পৃথিবীর সব আসামীরা বিশ্রামে ছিল
তারা হঠাত একসাথে ঘুমোতে চলে গেল
তাদের ধারালো চোখ আর ভোতা মাথায় হঠাত কেউ ক্লান্তি এনে দিল
সাধারণ বৃষ্টির চাপে শহরে পানিও জমলনা এই একদিনে
কি অদ্ভুত একটা দিন কেটে গেল এই পৃথিবীর কেউ খোঁজ নিলনা!
কি অদ্ভুত একটা দিন
রোহিঙ্গা ইস্যু ১ম পাতার ২য় কলামে নেমে গেল,
ডোনাল্ড ট্রাম্প বা কিম জঙ উন দিল না পাশায় কোন দান
সব যুদ্ধের কারিগরেরা হই হই করে সিনেমা দেখতে গেল
মায়ানমারে মানুষের সন্ধানে নাসা নতুন মিশন ছাড়ছে এমন খবরও তো এলনা।
কি অদ্ভুত একটা দিন কেটে গেল
কে কাউকে ভালোবেসে কেদে ফেললনা
কি অদ্ভুত একটা ঘটনা বিহীন দিন
জনৈক মন্ত্রীর কোন উক্তি কিংবা ডিমের মিছিলের মত একটা ঘটনাও
আসলনা পত্রিকার পাতা জুড়ে
নতুন কোন ঈশ্বরেরও সন্ধান মিললনা
অদ্ভুত দিনটা সবার অগোচরেই ভরে উঠল অন্য সব সাধারণ ঘটনার বিবরনে
লাশের গন্ধ পেয়ে
অদ্ভুত একটা দিন।
- ঢাকা , মোহাম্মদপুর

Comentarii