top of page

জন্ম রোগের রোগী

কি অদ্ভুত একই ঠোট কত ঠোঁটে ঘোরে

তবু কি ওই ঠোঁটে গন্ধ লেগে থাকে ?

 

মূলত আমার কোন ভাষা নেই

মূলত আমার কোন ভাষা নেই

আমি জন্ম রোগের রুগি

আমার ভালোবাসার বিষয়বস্তু তথা আমার যাবতীয় আবেগ আর উচ্ছাস

সব ই জন্ম রোগের ফল

একই জন্মে আমি হতে পারতুম ইংরেজ সাহেব , আইরিশ কাকাবাবু

আবার আমেরিকান স্পাই

অথচ এদের সবাইকে এখন আমি ঘৃণা করি

শুধু মাত্র জন্ম রোগে আক্রান্ত হবার কারনে।

#. একটা গল্প, একটা ঘর বা একটা যায়গা বা এলাকার মত।

যখন আপনি গল্পটা শুনবেন আপনি সেই যায়গাটাতে প্রবেশ করবেন। যায়গাটাকে অনুভব করা শুরু করবেন।

আর গল্পটা যদি ভালো হয়, তাহলে ওই যায়গাটা একান্ত আপনার হয়ে যাবে।

আপনার ভেতরেই বেঁচে থাকবে যায়গাটা।

#. একটা ভয়ানক গল্প , একটা ফাঁদের মত।

আপনি চাচ্ছেন এড়িয়ে যেতে

একটা দেয়াল বা রেখা পেরুলেই আপনি আটকা পড়ে যাবেন! - যেতেই পারেন গল্পকার কিংবা ডিরেক্টরের ফাঁদে পা দিয়ে!

এরপর শুধু বন্দিত্ব

গল্পে গল্পে আটকা !

#. একেকটা গল্প যেন একেকটা ফাঁদ!

একজনের চিন্তা আরেকজনের মাথায় ধুকিয়ে দেয়া

একজনের Idea শত মানুষের মস্তিস্কে পয়জনের মত পুশ করা

এক idea থেকে নতুন idea

এক ছাতা থেকে আরেক ছাতা।

 

Time = number

The whole universe = 1 = infinity = time

মানুষ তার চিন্তার বাইরে বা বোধ শক্তির বাইরের কোনকিছুকেই সহজভাবে নিতে পারেনা।

সব কিছুকেই কোন না কোন definition এর মাধ্যমে দাড় করাতে চায়।

এই হিসাবের সুবিদার্থেই মানুষ সময়, সংখ্যা এগুলো তৈরি করেছে

কিন্তু যে এই পৃথিবী সৃষ্টি করেছে তার জন্য হয়ত সময় বলে আদতে কিছু নেই।

এই জন্ম - সৃষ্টি, বেহেশত - দোযগ সব এক - সব এক্সাথেই ঘটছে

হয়ত সময় আসলে একটাই

ঘটনাও একটাই

একটাই moment

সেটাই বারবার repeat হচ্ছে.........


 
Featured Posts
Recent Posts

All Images and content on this site © Asif Salman.

All Rights Reserved. Do not copy, archive or re-post without written permission from the author.

  • Facebook
  • YouTube
  • Instagram
  • Vimeo
bottom of page