ভুল রঙের কাক
"কোন নতুনত্ব নেই
টার্নিং নেই
হুইলচেয়ারে চাকা নেই" - ২৭মে,১৭ (ঢাকা)
ছবিঃ লেখক
-
দূর্যোগের মত গৃহিণীর পর্দাওড়ানো কাচের দেয়াল
আমার শহর, এর এলেবেলা
ঘর সংসার
ধুলো আর নর্দমা , গন্ধ
রাস্তাঘাট , নালা , জ্বলা , পুকুর পাড়ে
প্রসাবখানা
মিথ্যে নারকেল গাছের দোলাদুলি
আমার শহর আর
মিথ্যে পাখির দালালেরা
উদ্যানের অলস দেহ আর জড়াজড়ির উদাসীনতা মতিঝিল , উড়ালসেতুর বন্যা
শাহবাগ , জাদুঘরে জাদু নেই
আছে একতাল মড়া
আর চায়ের দোকান
আমার শহর,
মৃত্যু মিথ্যা অভিনয় সব তোমার আমার।
কে নেই সে বুক্
সবাই একে একে জড়িয়ে যায়।
কালকের কথা ভেবে বিকিয়ে দেয়,
অন্তর্জালের বাজারে ।।
- আসিফ সালমান (২১মে,১৭)